বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক এনামুল হাসান অনয় বৃহস্পতিবার রাত ৯টার দিকে গৌরীপুর পৌর শহরের নিমতলী এলাকায় গৌরীপুর গণপাঠাগারের সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন।
এনামুল হাসান অনয় জানান, ১০-১৫ জন এসে প্রথমে কিলঘুসি ও লাথি মারে, একজন লাঠি নিয়েও পেটায়। এ সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে পেছন দিক থেকে ছুরিকাঘাত করে। তিনি আরও জানান, হামলাকারীরা আমাকে কোটা আন্দোলনে স্লোগান দেওয়ার এসব অভিযোগ তুলে জামায়াত-শিবির আখ্যায়িত করার চেষ্টা করে। অনয় গৌরীপুর পৌর শহরের কলাবাগান মহল্লার হুমায়ুন কবীরের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত। গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীম আক্তার নোমান জানান, অনয়ের ডান হাতের কনুর নিচে একটি ও ডান পিঠের ওপরে দুটি আঘাতের চিহ্ন রয়েছে।