ঢাবি জসীম উদ্দীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

দৈনিক শিক্ষাডটকম, ঢাবি |

দৈনিক শিক্ষাডটকম, ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কবি জসীম উদ্দীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আহমদুল্লাহ এবং রানার্স-আপ হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. ফাহিমুর রহমান। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, শরীর ও মন সুস্থ রাখার জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকশিত হয় এবং একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করে। 

অনুষ্ঠানের সভাপতি ও হলের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান। 

প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভাবের আদান-প্রদান হয়েছে, দলীয় মিথস্ক্রিয়া তৈরি হয়েছে যা তাদের চলার পথকে সহজতর করবে। আমাদের হল প্রশাসন এ জন্যই শিক্ষার্থীদের সকল ধরনের খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমকে উৎসাহিত করে আসছে, যোগ করেন তিনি। 

অনুষ্ঠানে ঢাবি অ্যাথলেটিক্স কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কবি জসীম উদ্দীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৪টি ইভেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরাও অংশগ্রহণ করেন।


পাঠকের মন্তব্য দেখুন
আইনের মারপ্যাঁচে অনিশ্চিত ১৯তম শিক্ষক নিবন্ধন - dainik shiksha আইনের মারপ্যাঁচে অনিশ্চিত ১৯তম শিক্ষক নিবন্ধন ‘ঢাবির ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই’ - dainik shiksha ‘ঢাবির ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই’ হাই-টেক পার্কের নাম হবে জেলার নামে: উপদেষ্টা নাহিদ - dainik shiksha হাই-টেক পার্কের নাম হবে জেলার নামে: উপদেষ্টা নাহিদ দীপু মনির নামে আরেক মামলা, আসামি ৬০০ - dainik shiksha দীপু মনির নামে আরেক মামলা, আসামি ৬০০ স্কুল-কলেজে বিশৃঙ্খলা : কোথাও জবরদস্তি কোথাও পালিয়ে থাকা - dainik shiksha স্কুল-কলেজে বিশৃঙ্খলা : কোথাও জবরদস্তি কোথাও পালিয়ে থাকা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0049748420715332