কোবে ইউনিভার্সিটি, জাপানের প্রফেসর ড. কেইচি ওগাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদের সাথে অফিসে সাক্ষাৎ করেন।
গতকাল ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক একাডেমিক ও গবেষণা কার্যক্রম জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এসময় তারা একাডেমিক সহযোগিতা এবং জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য এই দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, ছাত্র এবং গবেষকদের বিনিময়ের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন। বৈঠকে এই দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সম্মেলন, সেমিনার, সিম্পোজিয়া এবং বিশেষ বক্তৃতা আয়োজনের বিষয়েও আলোচনা হয়। তারা শিগগিরই এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে সম্মত হয়েছেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ অতিথিকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং এর একাডেমিক ও গবেষণা কার্যক্রমে গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলম।