ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে দ্বিতীয় পর্যায়ের ‘প্রোগ্রাম সেল্ফ অ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়েরকোয়ালিটি অ্যাস্যুরেন্স (কিউএ) উইং শিক্ষকদের নিয়ে এ কর্মশালার আয়োজন করে।
এতে আইকিউএসি-ডিইউয়ের পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান, অধ্যাপক ড. এ টি এম সামছুজ্জোহা বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন।
আইকিউএসি-ডিইউ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) পরামর্শে উচ্চশিক্ষায় সফলতা অর্জনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মশালা ও বিশেষ বক্তৃতা আয়োজন করে আসছে।