তথ্যমন্ত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক |

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ‘নাগরিক টিভি’ নাম দিয়ে কানাডা থেকে ইউটিউব ও ফেসবুক একাউন্ট পরিচালনাকারী নাজমুস সাকিব ও তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। 

রোববার চট্টগ্রাম শহরের চকবাজার থানায় রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের বন ও পরিবেশ সম্পাদক মো. আরিফুল ইসলামের দায়ের করা মামলার এজাহারে বলা হয়- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে হেয় প্রতিপন্ন করা এবং মানহানি ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার কু-মানসে তার পরিবারের সদস্যদের জড়িয়ে অসত্য তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে উল্লিখিত ইউটিউব ও ফেসবুক একাউন্ট থেকে অপপ্রচারের  বিরুদ্ধে এ মামলা রুজু হয়েছে।

অভিযোগে বলা হয়, ‘নাগরিক টিভি নামের ওই ইউটিউব ও ফেসবুক একাউন্টে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হাছান মাহমুদের নাম উল্লেখ করে বিনা অনুমতিতে তার ছবি সম্বলিত ১৩ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আপলোড করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।’ 

মামলার এজাহারে বলা হয়, ‘অভিযুক্ত নাগরিক টিভি ডটকম প্রকৃত অর্থে কোনো টিভি চ্যানেল নয়, একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মাত্র। তাদের উল্লিখিত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ সরকার অনুমোদিত প্রকৃত নাগরিক টিভি কর্তৃপক্ষ আসামি পরিচালিত ভুয়া ও অবৈধ নামধারী নাগরিক টিভির সম্পর্ক নেই বলে সতর্কীকরণ বিজ্ঞপ্তি এরই মধ্যে প্রচার করেছে।’ 

‘ভিডিওটি মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ ও প্রচার করা হয়েছে জেনেও এটি লাইক, শেয়ার এবং এতে কমেন্ট করে আসামীর একই হীন উদ্দেশ্য সাধনের কারণে এইচ এম কামাল, আজাদ শাহাদত, সানী প্রধান, সাইফুল ইসলাম তালুকদার, খন্দকার ইসলাম, মো. হাজী হারুন রশিদসহ আরো অজ্ঞাতনামা অপরাধীদেরকেও আইনের আওতায় এনে বিচারে সোপর্দ করার প্রার্থনা’র কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে চকবাজার থানার ওসি বলেন, ‘আমরা মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। এই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটির অ্যাডমিন নাজমুস সাকিবের বিরুদ্ধে এর আগেও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আরও মামলা এবং লন্ডনে বসে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি চেষ্টাকারী একটি মহলের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগের অভিযোগ আছে। তার স্থায়ী ঠিকানা ঢাকার বাসাবোতে ও গ্রামের বাড়ি রংপুর। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি।’


পাঠকের মন্তব্য দেখুন
চলতি মাসে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে - dainik shiksha চলতি মাসে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে সিইসিসহ পাঁচ কমিশনারের পদত্যাগ - dainik shiksha সিইসিসহ পাঁচ কমিশনারের পদত্যাগ রাষ্ট্রপতি যেকোনো সময় পদত্যাগ করতে পারেন - dainik shiksha রাষ্ট্রপতি যেকোনো সময় পদত্যাগ করতে পারেন বাতিল কারিকুলামে শিক্ষার্থীরা আরও একবছর ভুগবেন কেন? - dainik shiksha বাতিল কারিকুলামে শিক্ষার্থীরা আরও একবছর ভুগবেন কেন? ডিআইএতে টাকার খেলা, অভিযুক্তরাই স্কুল অডিটে - dainik shiksha ডিআইএতে টাকার খেলা, অভিযুক্তরাই স্কুল অডিটে সব শিক্ষাপ্রতিষ্ঠানেই নতুন অ্যাডহক কমিটি হবে - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানেই নতুন অ্যাডহক কমিটি হবে প্রাথমিকে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালুর দাবি - dainik shiksha প্রাথমিকে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালুর দাবি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0055909156799316