তনু হত্যার বিচার দাবি ছাত্র ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক |

01_ed

কুমিল্লায় কলেজেছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে সংগঠনের ঢাকা মহানগর সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ২০ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী ১৯ বছর বয়সী তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মানববন্ধনে যোগ দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিনু কিবরিয়া ইসলাম বলেন, কল্পনা চাকমা ও ইয়াসমিন হত্যার বিচার না হওয়ায় তনুকেও দুর্বৃত্তদের হাতে জীবন দিতে হয়েছে। সকল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের সাথে সাথে দেশের সংস্কৃতিরও পরিবর্তন করতে হবে।

তনু হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা হচ্ছে অভিযোগ করে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেন, কিছু অখ্যাত পত্রিকা ও সামাজিক যোগাযোগের মাধ্যমের মধ্যে দিয়েই তনু হত্যার খবরটি সবাই জানতে পেরেছে। তনু হত্যার খুনীদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন ‘বেগবান রাখার’ প্রত্যয় ব্যক্ত করেন লাকী।

সুমন সেনগুপ্তের সভাপতিত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী সেলের সদস্য অনিন্দা সাহা তুলতুল, ঢাকা মহানগর সংসদ ছাত্র ইউনিয়নের সদস্য জহর লাল রায় ছাড়াও সংগঠনের বিভিন্ন থানা সংসদের নেতরা মানববন্ধনে বক্তব্য দেন।

মানববন্ধন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য তনু ময়নামতি সেনানিবাসের ভেতরে অলিপুর এলাকায় সপরিবারে থাকতেন। তার বাবা ইয়ার হোসেন ক্যান্টনমেন্ট বোর্ডের চতুর্থ শ্রেণির কর্মচারী।

রোববার রাতে সেনানিবাসের ভেতরেই বাসা থেকে ২০০ গজ দূরে টিউশন শেষে ফেরার পথে নিখোঁজ হন তনু। রাতেই অলিপুরের একটি ঝোঁপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়; পাশেই ছিল তার জুতা, ছেঁড়া চুল, ছেঁড়া ওড়না।


পাঠকের মন্তব্য দেখুন
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0028281211853027