তালহা শিক্ষাবৃত্তি চালু করলো ড্যাফোডিল ইউনিভার্সিটি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি |

অন্যকে বাঁচাতে গিয়ে ছিনতাকারীর ছুরিকাঘাতে নিহত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খন্দকার আবু তালহার নামে শিক্ষাবৃত্তি চালু করলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বুধবার (১১ অক্টোবর)বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো.সবুর খান।

অনুষ্ঠানে নিহত শিক্ষার্থী আবু তালহার বাবা আবু রিয়াজ মো.নুরুদ্দিন খন্দকারের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এসময় চেয়ারম্যান মো.সবুর খান বলেন,‘তালহার সাহসিকতাপূর্ণ ভূমিকাকে আমরা স্মরণে রাখতে চাই। এজন্য তালহার নামে একটি শিক্ষাবৃত্তি প্রবর্তনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ইতোমধ্যেই গৃহীত হয়েছে। তালহা তার জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে আমাদের যে শিক্ষা দিয়ে গেল, সেই শিক্ষা যদি আমরা আমাদের অন্তরে ধারণ করতে পারি এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তবেই তালহার আত্মা শান্তি পাবে।‘

তালহার বাবা আবু রিয়াজ মো.নুরুদ্দিন খন্দকার বলেন,‘আমার সন্তানের রক্তের বিনিময়ে হলেও যেন বাংলাদেশ থেকে সব অন্যায় দূর হয়। আর কোনো পিতার বুক যেন এভাবে খালি না হয়।’

উল্লেখ্য, ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ক্লাসের উদ্দেশ্যে যাওয়ার পথে রাজধানীর টিকাটুলির কে এম দাস লেনে সকাল সাড়ে ৬টার চারজন ছিনতাইকারীর ছুরিকাঘাতের আহত হন ১৯ বছর বয়সী আবু তালহা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সকাল আড়ে ৮টায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাসের উদ্দেশ্যে ভোর সাড়ে ৬টায় বাসা থেকে বের হয়ে চারজন ছিনতাইকারীর কবলে পড়েন আবু তালহা। ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ কেড়ে নিয়ে যায় এবং একটু দূরে গিয়ে আরও একটি রিকশা আটকে যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতে থাকে। এসময় তালহা ছুটে গিয়ে ছিনকারীদের বাঁধা দিলে ছিনকারীরা এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব -উল-হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0077459812164307