দৈনিকশিক্ষাডটকম, চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমি গত তিনবার এমপি হয়ে এলাকার ব্যাপক উন্নয়নে কাজ করেছি। এর কিছু অংশ আপনারা কোনো না কোনোভাবে ভোগ করতে পেরেছেন। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে শেখের হাট উঠোন বৈঠক ও গণসংযোগ করতে গিয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নদী ভাঙন প্রতিরোধে কাজ করেছি। রেলস্টেশন, আপনাদের জীবনমান উন্নয়নে ঘরে ঘরে বিদ্যুৎ, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, বিনামূল্যে বই বিতরণ ও বিনা বেতনে পড়ার ব্যবস্থা, অসহায় দুস্থদের মধ্যে বিভিন্ন ভাতার কার্ডসহ অসংখ্য উন্নয়ন করেছি।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দেশের জনগণ আওয়ামী লীগ সরকারের আগে বিএনপি সরকারের আমলে উল্লেখ যোগ্য তেমন উন্নয়ন পায়নি।
‘‘আওয়ামী লীগ সরকারের আমলে প্রাপ্ত উন্নয়নের জন্য, আমি আপনাদের মেয়ে হিসেবে আবারও আমাকে নৌকায় ভোট দেবেন। এতে কোনো না কোনোভাবে সরকারের দেওয়া সব উন্নয়ন সুবিধা আপনারা ভোগ করতে পারবেন।’’
দীপু মনি বলেন, বিগত ১৫ বছর আপনাদের ভোটে নির্বাচিত হওয়ায় সেবা করার সুযোগ পেয়েছি। যেহেতু আপনাদের সংসদ সদস্যের (এমপি) কোনো বদনাম পাননি এবং আমার জন্য আপনাদের কোনো মানহানি ঘটেনি। তাই এলাকায় উন্নয়ন করার সুবাদে আপনাদের কাছে আবারও ভোট দাবি করতে পারি।