তিন ছাত্রলীগ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক |

Rajshahi_University picরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ও দুই কর্মচারীকে মারধরের ঘটনায় জড়িত থাকার দায়ে সাময়িক বহিষ্কৃত তিন ছাত্রলীগ নেতাকেস্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২০১৪ সালের ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাময়িক বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এসএম তৌহিদ আলহোসেন তুহিন, সহ-সভাপতি ও ফিশারিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তন্ময় আনন্দ অভি, শহীদ হবিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি ও একই বিভাগেরশিক্ষার্থী মামুন-অর-রশিদ।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান  এ তথ্য জানান।

তিনি জানান, ওই ঘটনার পর উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়টিপ্রক্রিয়াধীন ছিল।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের বৈঠক হয়। বৈঠকে এ বিষয়ে আলোচনাহয়। এসময় বোর্ডের সদস্যদের সর্বসম্মতিক্রমে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করেন।

তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের আগামী সিন্ডিকেট বৈঠকে এই সুপারিশের অনুমোদনের ব্যাপারে আলোচনা হবে।

উল্লেখ্য ২০১৪ সালের ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে মারধর করেন ছাত্রলীগের ওই তিন নেতা।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0026700496673584