দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : ঢাকায় শিশুদের জন্য ‘কিডস টাইম ফেয়ার’ শুরু হয়েছে।শুক্রবার সকালে শিশু একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন কিডস টাইমের ফাউন্ডার তাহমিনা রহমান। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ দিনব্যাপী মেলাটি চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ১৮ ফেব্রুয়ারি শেষ হবে এই মেলা। ২০২৩ খ্রিষ্টাব্দের পর এটি কিডস টাইমের ৪র্থ আয়োজন।
মেলার নিউট্রিশন পার্টনার হিসেবে ছিলো গ্রামীণ ডানোন শক্তি, সেইফ ফুড পার্টনার হিসেবে ছিলো খাস ফুড, র্যাফেল ড্র পার্টনার হিসেবে টগুমণ্ড এবং বরাবরের মতো এবারো লার্নিং পার্টনার গুফি ওয়ার্ল্ড।
এছাড়াও মেলায় অংশ নিয়েছে পেনি অ্যান্ড পিটার্স, নেসলে, লেটস রীড বাংলাদেশ, স্কুল বাসসহ আরও নামীদামি সব ব্র্যান্ড।
তিনদিনের এই মেলায় আছে গুফির পাপেট শো, ম্যাজিক শো, নিউট্রিশন ও নিরাপদ খাবার নিয়ে বিশেষ গেইম ও আরও অনেক অনেক আয়োজন। এছাড়াও নাচ, গান, কবিতা আবৃত্তিসহ শিশুদের নিয়ে আছে আকর্ষণীয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
মেলায় বিশেষ আকর্ষণ, কিডস টাইম ক্রিয়েটিভ জোন এবং গ্রামীণ ডানোন শক্তির হেলদি জোন। মেলায় প্রায় ১৫ হাজার শিশু এবং তাদের অভিভাবক অংশগ্রহণ করেন। এছাড়াও ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ২৫টিরও বেশি স্কুল মেলায় অংশ নিয়েছে।