তিন ম্যাচ হেরে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় ব্রাজিল

দৈনিকশিক্ষা ডেস্ক |

বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচে হেরেছে ব্রাজিল। অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে হারের পর ১৭ নভেম্বর কলম্বিয়া বিপক্ষে ও বুধবার সকালে (বাংলাদেশ সময়) আর্জেন্টিনার বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। এই তিন ম্যাচের আগেরটিতে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের সমতায় মাঠ ছেড়েছিল সেলেসাওরা। 

সব মিলিয়ে চলতি বছরের ছয়টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলে দুই জয় ও এক সমতায় সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ছয়ে আছে ব্রাজিল। এতে করে ২০২৬ খ্রিষ্টাব্দে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ব্রাজিল খেলতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল এখনও ১২টি ম্যাচ খেলবে। আগামী বছরের সেপ্টেম্বরে পুনরায় বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে। ওই মৌসুমে ছয়টি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ২০২৫ খ্রিষ্টাব্দে ছয়টি ম্যাচ খেলে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করবে। হাতে এখনও ১২টি ম্যাচ থাকায় এখনই ‘ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ খেলা শঙ্কায়’ কথাটি বলা কঠিন। 

এছাড়া আরও একটি নিয়মের কারণে ব্রাজিল এখনও বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে কঠিন সমীকরণে পড়েনি। কনমেবল অঞ্চল থেকে পূর্বে চারটি দল সরাসরি বিশ্বকাপে জায়গা পেত। পঞ্চম স্থানে থাকা দলের প্লে অফ খেলতে হতো। কিন্তু ২০২৬ বিশ্বকাপ হবে সব মিলিয়ে ৪৮ দল নিয়ে। সেজন্য কনমেবল অঞ্চল থেকে ছয়টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। সপ্তম স্থানে থাকা দলকে খেলতে হবে বাছাইপর্ব।

ব্রাজিলের বাজে পারফরম্যান্সের পেছনে দুটি বিষয়কে দায়ী মনে করা হচ্ছে। প্রথমত, নেইমার জুনিয়রের ইনজুরি। ব্রাজিল এখন নেইমারহীন জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। কলম্বিয়ার বিপক্ষে ভিনিসিয়াসের ইনজুরি ও আর্জেন্টিনার বিপক্ষে তাকে না পাওয়া একটি কারণ মনে করা হচ্ছে। 

অন্য দায়টি চাপানো হচ্ছে দলটির কোচ ফার্নান্দো দিনিজের ওপর। অন্তবর্তীকালীন কোচের নতুন সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে পারেনি তরুণ সেলেসাওরা। দিনিজের অধীনে হয়তো আর খেলতে হবে না ব্রাজিলের। জুনে কোপা আমেরিকা দিয়ে মাঠে নামবে ব্রাজিল। ওই আসরে কার্লো আনচেলত্তি নয়তো নতুন কেউ ব্রাজিলের কোচের দায়িত্ব নেবেন। নতুন সিস্টেমে মানিয়ে নিতে না পারলেই বরং বিপদ বাড়বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 


পাঠকের মন্তব্য দেখুন
ঘুষকাণ্ড চাপা দিয়ে স্কুল অডিটে মনকিউল - dainik shiksha ঘুষকাণ্ড চাপা দিয়ে স্কুল অডিটে মনকিউল শিক্ষা একটি মৌলিক মানবাধিকার, জাতি গঠনের প্রধান হাতিয়ার - dainik shiksha শিক্ষা একটি মৌলিক মানবাধিকার, জাতি গঠনের প্রধান হাতিয়ার মাউশি কমকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃত্বে লিয়াকত-অহিদুর - dainik shiksha মাউশি কমকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃত্বে লিয়াকত-অহিদুর নবম-দশমের পাঠ্যবইয়ের চাহিদা আপলোডের নির্দেশ - dainik shiksha নবম-দশমের পাঠ্যবইয়ের চাহিদা আপলোডের নির্দেশ ক্ষমতায় গেলে ফরম থেকে কে কোন ধর্মের সেই প্রশ্ন তুলে দেয়া হবে - dainik shiksha ক্ষমতায় গেলে ফরম থেকে কে কোন ধর্মের সেই প্রশ্ন তুলে দেয়া হবে ডাকসুতে প্যানেল বাতিলসহ ৮দফা প্রস্তাবনা ইউআরআই‘র - dainik shiksha ডাকসুতে প্যানেল বাতিলসহ ৮দফা প্রস্তাবনা ইউআরআই‘র কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0031058788299561