বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি, মাদরাসা ও কারিগরি পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করে আদেশ জারি করা হয়েছে। ৩০ জুন থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো।
আজ বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তবে ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিলো, সেগুলো যথারীতি হবে বলে জানানো হয়।
সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র আলাদা হয়। কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ড যেহেতু একটি করে। তাই এই দুই বোর্ডের পরীক্ষার প্রশ্ন সারা দেশে অভিন্ন হয়। এ অবস্থায় সিলেট বিভাগের কারিগরি ও মাদরাসার (আলিম) পরীক্ষা স্থগিত করায় এই বিভাগের প্রশ্ন কী হবে? সে বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের শীর্ষ স্থানীয় একজন কর্মকর্তা বলেন, তাদের একাধিক প্রশ্ন তৈরি করা থাকে। সিলেট বিভাগের স্থগিত পরীক্ষার প্রশ্ন এসব সেট থেকে ছাপিয়ে নতুন সময়ে পরীক্ষা নেয়া হবে। অনুরূপ ব্যবস্থা হবে মাদরাসার পরীক্ষার ক্ষেত্রেও।