চট্টগ্রামের হাটহাজারীতে ছাত্র শিবিরের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২৫টি লিফলেট, সদস্য ফরম, ব্যানার, টাকা সংগ্রহের রশিদসহ উগ্রপন্থী ১২৮টি বই উদ্ধার করা হয়।
রোববার বিকেলে দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলার মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমান।
এর আগে গত শনিবার রাতে উপজেলার ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়নের নজুমিয়ার হাট এলাকায় একটি স্কুলের অফিস কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, নগরীর চাঁদগাঁও থানার উত্তর মোহরা ৫ নম্বর ওয়ার্ডের হাসান মামুন, মধ্যম মোহরা ৫ নম্বর ওয়ার্ডের সাফায়েত হোসেন ও মিরসরাই উপজেলার পশ্চিম মিঠানালা এলাকার তরিকুল ইসলাম। তারা সংগঠনটির বিভিন্ন পদে দায়িত্বরত।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকালে তাদেরকে আলামতসহ গ্রেফতার করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহুম্মদ রুহুল আমীন সবুজ দৈনিক শিক্ষাডটকমকে জানান, এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা রুজু করেছে। গ্রেফতারকৃতদের গত শনিবার আদালতে পাঠানো হয়েছে।