তীব্র গরমে আগামীকাল বৃহস্পতিবার সব হাই স্কুলের ক্লাস বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এদিনের ষষ্ঠ-সপ্তম শ্রেণির মূল্যায়ন ও অন্যান্য শ্রেণির পরীক্ষা থাকলে তা পরে আয়োজন করতে হবে স্কুলগুলোকে। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে আগামীকাল বৃহস্পতিবার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিন কোনো পরীক্ষা বা মূল্যায়ন থাকলে তা পরে নিতে হবে।
ইতোমধ্যে অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, তাপ প্রবাহের কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকার্যক্রম আগামী ৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তাপপ্রবাহের কারণে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস আগেই বন্ধ ঘোষণা করা হয়েছিলো। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলছিলো।
আজ বুধবার রাজধানী ঢাকাসহ কয়েকটি স্কুল বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।