কুড়িগ্রামের ফুলবাড়ী উত্তর রাবাইতারি উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের পরীক্ষার হলে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার ফুলবাড়ী উপজেলার উত্তর রাবাইতারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ দুই শিক্ষার্থী হচ্ছে মো. হাসান আলী ও মোছা. হেলেনা। তারা নবম শ্রেণির শিক্ষার্থী। তাদের দুজনের বাড়ি উত্তর রাবাইতারি বটতলা গ্রামে।
ওই স্কুলের সহকারী শিক্ষক সফিকুল ইসলাম সফিক দৈনিক শিক্ষাডটকমকে জানান, বুধবার নবম শ্রেণির ইংরেজি পরীক্ষা চলছিলো। কিছু সময় পর বিদ্যুৎ চলে যায়। এরপর ওই পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে হেলেনার শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় তাকে পরীক্ষার হল থেকে অফিস কক্ষে নিয়ে এসে সেবা দেয়া হয়। পরে সে আরো বেশি অসুস্থ হলে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর একই শ্রেণির আরেক শিক্ষার্থী হাসান আলীর শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তার পরিবারের লোকজন তাকেও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
বর্তমানে তাদের দুজনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ ইফতেখার উল ইসলাম। তিনি দৈনিক শিক্ষাডটকমকে জানান, অতিরিক্ত গরমের পাশাপাশি পরীক্ষার চাপ থাকায় মানসিক ও শারীরিকভাবে তারা অসুস্থ হয়ে পড়ে। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজ রাখছি।