দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) পদে টানা তৃতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আতিকুল ইসলাম। এই মেয়াদে তিনি ২০২৮ খ্রিষ্টাব্দের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক আতিকুল ইসলাম ২০১৬ খ্রিষ্টাব্দে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিযুক্ত হন। ২০২০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারিতে তিনি দ্বিতীয় বারের জন্য পুনরায় নিয়োগ লাভ করেন। এবার তৃতীয় মেয়াদে এই নিয়োগ পেলেন।
আতিকুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটিকে শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়া এবং এশিয়ার একটি নামকরা বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।
উপাচার্য পদে পুনঃনিয়োগ পেয়ে অধ্যাপক আতিকুল ইসলাম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টির প্রতি ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ অধ্যাপক আতিকুল ইসলামকে উপাচার্য হিসেবে পুনঃনিয়োগ পাওয়াতে শুভেচ্ছা জানিয়েছেন।
অধ্যাপক আতিকুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে এমকম (অ্যাকাউন্টিং) এবং সিডনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে তার চাকরিজীবন শুরু হয়।