ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন কাজী আশরাফুল আজম। ১০ হাজার ৮৮৮ ভোট পেয়ে তৃতীয় বারের মতো তিনি নির্বাচিত হলেন।
কাজী আশরাফুল আজমের নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী তৈয়বুর রহমান খান (জগ প্রতীক) পেয়েছেন ৭ হাজার ২৮১ ভোট। এছাড়া ধানের শীষ প্রতীকে খলিলুর রহমান খলিল পেয়েছেন ১ হাজার ৫৬৯ ভোট, লাঙ্গল প্রতীকে আবু জাফর পেয়েছেন ১৭১ ভোট। নির্বাচনে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৩৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নয়টি ওয়ার্ডের ২৮ হাজার ৬৩২ জন ভোটার ১৫ কেন্দ্রের ৯২ কক্ষে ভোট দেন।