মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালন করেছে রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ভোরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। পরে আলোচনা সভার আয়োজন করা হয়।
ভোরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবদুল মান্নানের নেতৃত্বে প্রভাতফেরিতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরে প্রতিষ্ঠানের ক্যাম্পাস থেকে প্রভাতফেরি শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে ফের ক্যাম্পাসে ফিরে আসে। পরে প্রতিষ্ঠানের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
পরে আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সফিউল্লাহ সফি।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গভার্নিং বডির সভাপতি মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।