দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: তেজগাঁও কলেজ প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধিতে এক কর্মশালা অনষ্ঠিত হয়েছে। সোমবার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল ভবনের প্রিন্সিপাল আব্দুর রশীদ অডিটোরিয়ামে তিন মাসব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আঞ্জুমান আরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান মো. আব্দুল হাদী। আরো উপস্থিত ছিলেন অত্র বিভাগের শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীরা ।
বিশ্ব বাস্তবতা প্রতিনিয়ত পরিবর্তনশীল। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলে একটি আধুনিক, প্রগতিশীল ও প্রযুক্তি নির্ভর জাতি গঠনে তেজগাঁও কলেজ সদা সচেষ্ট এবং প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় সিএসই বিভাগের প্রোগ্রামিং ক্লাব প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখছে।
অধ্যক্ষের নেতৃত্ব এবং সুদূরপ্রসারী কর্মপরিকল্পনায় স্মার্ট শিক্ষা ও সমৃদ্ধিশীল জাতি গঠনে তেজগাঁও কলেজ দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নন্দিত এবং প্রশংসিত।