দৈনিক শিক্ষাডটকম, শেরপুর : শেরপুরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে তিনতলাবিশিষ্ট ওই ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দূরদর্শী সিদ্ধান্তে অন্যান্য শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষাও এগিয়ে যাচ্ছে। মাদরাসাও ডিজিটালাইজেশনের ছোঁয়া লেগেছে। এই তেরাবাজার মাদরাসার ছাত্র হাফেজ মাওলানা মিনহাজ উদ্দিন সরকারের কাছ থেকে লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সার হয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কারও নিয়েছেন, যা এই মাদরাসার জন্য গর্বের বিষয়।
তিনি আরো বলেন, শেরপুরের ঐতিহ্যবাহী এ মাদরাসার অবকাঠামো উন্নয়নে এর আগে এক কোটি টাকা অনুদান দেয়া হয়েছিলো। ওই টাকায় মাদরাসার বহুতল একাডেমিক ভবন কাম মার্কেট নির্মাণ করা হয়েছে। এখন থেকে এই মার্কেটের প্রাপ্ত ভাড়া দিয়ে মাদরাসার শিক্ষকদের বেতন-ভাতা সহজেই পরিশোধ করা সম্ভব হবে। এজন্য কারো হাতের দিকে তাকিয়ে থাকতে হবে না। এদিন তিনি মাদরাসার আরো ৫০ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মো. ফখরুল মজিদ খোকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শামীম হোসেন, মোহতামিম আলহাজ হযরত মাওলানা সিদ্দিক আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ, প্রেসক্লাব সভাপতি আ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ।