তোমার ঘাড় মটকে দেবো লোক চিনো নাই , মুক্তিযোদ্ধাকে বললেন সমাজকল্যাণমন্ত্রী

দৈনিক শিক্ষাডটকম, লালমনিরহাট |

দৈনিক শিক্ষাডটকম, লালমনিরহাট : লালমনিরহাট-২ (আদিতমারী ও কালীগঞ্জ) আসনে নৌকার প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ বলেছেন, ‘তোমার ঘাড় মটকে দেব। তুমি এখনও লোক চিনো নাই।’ শনিবার রাতে কালীগঞ্জের মদাতী ইউনিয়নের চামটারহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী সভায় উপজেলার ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফের নাম উল্লেখ করে এ হুমকি দেন তিনি।

সভায় মন্ত্রী আরও বলেন, ‘সেদিন ভুল্ল্যারহাটে এক মিটিংয়ে গোলাম মর্তুজা হানিফ যে বাজে কথা বলেছে, তাকে সতর্ক করে দিচ্ছি। এ ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বলো, তোমার ঘাড় মটকে দেব। তুমি এখনও লোক চিনো নাই। তোমার চরিত্রের ঠিক নাই, নেতা সাজতে  চাও।’ তাঁর এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চলছে নানা আলোচনা-সমালোচনা।

এ আসনে মন্ত্রীর বিরুদ্ধে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল) জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল হক। তাঁর পক্ষে নির্বাচন করছেন হানিফ। এ বিষয়ে তিনি জানিয়েছেন, মন্ত্রীর প্রাণনাশের হুমকির পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সময় তাঁর পোষ্য বাহিনীর হামলার শিকার হতে পারেন। থানায় জিডি ছাড়াও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করবেন।

মঙ্গলবার রাতে ভোটমারী ইউনিয়নের ভুল্ল্যারহাট বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় বক্তব্যের বিষয়ে হানিফ বলেন, ‘আমি মন্ত্রীর বিরুদ্ধে কোনো বাজে কথা বলিনি। আমি বলেছি– গরিব ও অসহায় ক্যান্সার রোগীরা সাহায্যের চেক পান না। সেটি পান অবস্থাসম্পন্ন দলীয় ও মন্ত্রীর কাছের লোকজন। এসব কথা মন্ত্রীর আপন ভাই উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদও বলেছেন।’

তিনি আরও বলেন, ‘ভোটাররা মন্ত্রীর কাছ থেকে প্রাপ্য সম্মান পান না। এ জন্য আমি সভায় পরিবর্তনের কথা বলেছি। ১৯৯৬ খ্রিষ্টাব্দে নৌকার মনোনয়ন না পেয়ে নূরুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। ওই নির্বাচনে আমি তাঁকে তিন লাখ টাকা ধার দিয়েছিলাম। আজ অবধি তিনি টাকা ফেরত দেননি। নির্বাচনী সভায় এসব কথাও বলেছি।’

লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, ‘মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ বিষয়টি আমাকে ফোন করে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’


পাঠকের মন্তব্য দেখুন
চলতি মাসে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে - dainik shiksha চলতি মাসে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে সিইসিসহ পাঁচ কমিশনারের পদত্যাগ - dainik shiksha সিইসিসহ পাঁচ কমিশনারের পদত্যাগ রাষ্ট্রপতি যেকোনো সময় পদত্যাগ করতে পারেন - dainik shiksha রাষ্ট্রপতি যেকোনো সময় পদত্যাগ করতে পারেন বাতিল কারিকুলামে শিক্ষার্থীরা আরও একবছর ভুগবেন কেন? - dainik shiksha বাতিল কারিকুলামে শিক্ষার্থীরা আরও একবছর ভুগবেন কেন? ডিআইএতে টাকার খেলা, অভিযুক্তরাই স্কুল অডিটে - dainik shiksha ডিআইএতে টাকার খেলা, অভিযুক্তরাই স্কুল অডিটে সব শিক্ষাপ্রতিষ্ঠানেই নতুন অ্যাডহক কমিটি হবে - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানেই নতুন অ্যাডহক কমিটি হবে প্রাথমিকে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালুর দাবি - dainik shiksha প্রাথমিকে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালুর দাবি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0045599937438965