দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

দৈনিকশিক্ষা ডেস্ক |

টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। প্রোটিয়াদের এর আগে এই ফরম্যাটে দুবার হারিয়েছে টাইগ্রেসরা।

কিন্তু দুবারই ছিল ঘরের মাটিতে। তবে এবার দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা। রেকর্ডগড়া দলীয় সংগ্রহের পর তুলে নেয় ১১৯ রানের দাপুটে এক জয়।
রানের হিসেবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয় এটি। আগের রেকর্ডটি ছিল ২০১১ খ্রিষ্টাব্দে বিকেএসপিতে আয়ারল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে ৮২ রানের জয় পায় টাইগ্রেসরা।

গতকাল (১৬ ডিসেম্বর) ইস্ট লন্ডনে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৫০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। তিনে নামা মুর্শিদা খাতুন খেলেন ১০০ বলে ১২ চারে অপরাজিত ৯১ রানের দারুণ ইনিংস। বাকিরা কেউ ফিফটি ছুঁতে না পারলেও যোগ্য সঙ্গ দেন মুর্শিদা খাতুনকে।

শামীমা সুলতানা ও ফারজানা হকের উদ্বোধনী জুটি থেকে আসে ৬৬ রান। ৩৪ রান করা শামীমা ফিরলে ভাঙে সেই জুটি। এরপর ফারজানাও বেশিক্ষণ টেকেননি। ৭৬ বলে ৩ চারে ৩৫ রান করেন তিনি। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ৮০ রানের জুটি বাঁধেন মুর্শিদা। ভালো খেলতে থাকলেও ৪৮ বলে ৫ চারে ৩৮ রানে আউট হন জ্যোতি। তবে স্বর্ণা আক্তারের সঙ্গে অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি গড়ে প্রথমবারের মতো বাংলাদেশের দলীয় সংগ্রহ আড়াইশতে নিয়ে যান মুর্শিদা। এর আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২৩৪ রান। গত বছর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে ৭ উইকেট হারিয়ে এই রান তুলেছিল টাইগ্রেসরা।

২৫১ রানের লক্ষ্য পেয়ে ১৩১ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। থিতু হতে দেননি কোনো ব্যাটারকে। দ্বিতীয় ওভারে অধিনায়ক লরা ওলভার্ডটকে তুলে নিয়ে প্রথম আঘাত হানেন সুলতানা খাতুন। পরের ওভারে আরেক ওপেনার তাজমিন ব্রিটসকে ফেরান পেসার মারুফা আক্তার। এরপর স্পিনারদের কাছে ধরাশায়ী হয়ে পড়ে প্রোটিয়ারা। বাঁহাতি স্পিনে ৩৩ রান খরচ করে একাই তিন উইকেট শিকার করেন নাহিদা আক্তার। কিছুদিন আগেই তিনি পেয়েছেন আইসিসি নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার। সেই ফর্ম ধরে রাখেন এই ম্যাচে।  

সর্বোচ্চ ৩৫ রান করা এলিজ ম্যারি ম্যাক্স ও দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করা সুন লুস কাটা পড়েন নাহিদার বুদ্ধিদীপ্ত বোলিংয়েই। এছাড়া দুটি করে উইকেট নেন সুলতানা, রাবেয়া খান ও ফাহিমা খাতুন। যার ফলে ৮১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।  ব্যাট হাতে দারুণ ইনিংস খেলায় ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মুর্শিদা।

এদিকে, সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী ২০ ডিসেম্বর পচেফস্ট্রুমে মুখোমুখি হবে দুই দল।


পাঠকের মন্তব্য দেখুন
সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান - dainik shiksha সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! - dainik shiksha শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা - dainik shiksha লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক কেনো বদলি চান - dainik shiksha শিক্ষক কেনো বদলি চান ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে - dainik shiksha ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে please click here to view dainikshiksha website Execution time: 0.018231868743896