দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : রাজধানীর নিউ বেইলি রোডের বহুতল ভবনে আগুনে আহত ও দগ্ধ ১১ জন শনিবার সকাল পর্যন্ত শেখ হাসিনা বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। আজ ৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ৫ জন এখনও শঙ্কামুক্ত নয়। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।
শনিবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চিকিৎসাধীন ১১ জনের মধ্যে ৬ জনকে ছেড়ে দেওয়া হবে। তারা অনেকটা সুস্থ। বাকি পাঁচজন থাকবেন। তারা কেউ শঙ্কামুক্ত নয়। তাদের চিকিৎসার খরচ প্রধানমন্ত্রী বহন করবেন। যারা আছে তাদের কয়েক দিন পর্যবেক্ষণ করা হবে। তাদের চিকিৎসায় ১৭ জন সদস্যের মেডিক্যাল বোর্ড বসানো হয়েছে।
আহতদের মধ্যে পাঁচজন এখনও শঙ্কামুক্ত নয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের শ্বাসনালী পুড়ে গেছে, একটু কমপ্লিকেশন আছে। যার জন্য আমরা তাদের রেখে দিয়েছি। তাদের আরও কয়েকদিন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব কী করা যায়।
মন্ত্রী বলেন, বার্ন ইনস্টিটিউটে সকাল পর্যন্ত ১১ জন আহত রোগী ছিলেন। তাদের মধ্যে ৫ জন হাসপাতালেই থাকবেন। কারণ তারা এখনও কেউ শঙ্কামুক্ত নন। আর বাকি ৬ জনকে আমরা ছেড়ে দেব। তারা মোটামুটি ভালো আছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে বলেছেন, এ অগ্নিকাণ্ডে আহত সকল রোগীর সব খরচ সরকার বহন করবে। আমাদের এখানে একটি ফান্ড আছে। তিনি আজকে বেশ কিছু টাকাও পাঠিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের ভবনটিতে আগুন লাগে। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। ৩৯ জনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।