ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা বলছেন, রাজনীতি নিষিদ্ধ না হলে ক্লাসে ফিরবেন না তারা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন।
এদিকে ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
এর আগে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক আইডিতে লেখেন, ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে সে বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি। ছাত্ররাজনীতি থাকবে কি থাকবে না এ বিষয়ে খোলাসা করে কিছুই বলেননি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম।