রূপগঞ্জে ওয়াজ মাহফিলের পোস্টার ও দাওয়াতপত্রে নাম নিচে লেখায় ক্ষিপ্ত হয়ে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা ও সমর্থকদের বিরুদ্ধে। গতকাল দুপুরে উপজেলার কাঞ্চন বাজারে ঘটনাটি ঘটে। আহত আবুল কালাম আজাদ স্থানীয় ছাত্তার জুট মিলস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আবুল কালাম বলেন, ২৩ ফেব্রুয়ারি হাটাবো এলাকাবাসীর উদ্যোগে কবরস্থানের উন্নয়নের জন্য তারা একটি ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। দাওয়াতপত্রে অতিথি হিসেবে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির নাম নিচে লেখা হয়। এতে ক্ষিপ্ত হয়ে কলি ও তার সহযোগী বাছির, মতিউর, লোহা শাহিন, মঞ্জুর, মতিন, খোকনসহ ১০-১২ জন লোহার রড দিয়ে তাকে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় শিক্ষকের ছোট ভাই আতাউল রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত গোলাম রসুল কলি মুঠোফোনে জানান, তার সমর্থক মতিনের সঙ্গে শিক্ষক আজাদের কথা কাটাকাটি হয়। এ সময় একটু হাতাহাতির ঘটনা ঘটে। পরে তিনি ঘটনার মীমাংসা করে দেন।
রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ জানান, শিক্ষককে মারধরের ঘটনাটি শুনেছি। ওই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।