দৈনিক শিক্ষাডটকম, দিনাজপুর : দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ফলে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোর বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ।
দিনাজপুর আবহাওয়া অফিস থেকে জানা যায়, সোমবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯০ শতাংশ।
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, শীতের এই প্রভাব আরো দু-একদিন থাকতে পারে। তবে তাপমাত্রা কমলেও শীতের অনুভূতি তীব্র থাকবে।
দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম আমাদের বার্তাকে জানান, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিন সকল স্কুলের পাঠদান বন্ধ রাখলেও অন্যান্য অফিসিয়াল কার্যক্রম চালু আছে। এদিকে, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এর কম হওয়ায় মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো এখনো বন্ধ ঘোষণা করা হয়নি। তবে মিটিং করে সিদ্ধান্ত নেয়া হবে।