আমাদের বার্তা, দিনাজপুর: দিনাজপুরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ১টি ছাতা, ১টি অভিধান, ১টি স্কুল ব্যাগ, ১টি ক্যালকুলেটর ও ১টি ইংরেজি শিক্ষা বইসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার জুবিলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে দিনাজপুর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে গিফ্ট কর্মসূচিতে নির্ধারিত তালিকাভুক্ত শিশু শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের স্পন্সারশীপ এবং শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তা বিপ্লব ক্লেমের্ন্ট মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নির্ধারিত তালিকাভুক্ত শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা একাডেমিক শিক্ষা সুপারভাইজার নির্মল কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন দিনাজপুর জুবিলি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেন বাবলু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের স্পন্সারশীপ এবং শিশু সুরক্ষা প্রতিনিধি মো. নাইম।
প্রধান অতিথি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরা শিক্ষার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটিয়ে তারাই একদিন দেশ ও জাতির কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। মনে রাখবেন একজন শিক্ষার্থীর ভিত্তি শক্তিশালী করার প্রথম ধাপ হলো মায়ের হাতে শিক্ষা খড়ি। তাই প্রতিটি মায়ের নৈতিক কর্তব্য হলো তার সন্তানের সঠিকভাবে দেখাশোনা করা।