দৈনিক শিক্ষাডটকম, দিনাজপুর : ‘ফুল ফুটুক আর না-ই বা ফুটুক আজ বসন্ত’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের মিউনিসিপ্যাল হাইস্কুলে (বাংলা স্কুল) বসন্ত উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার উৎসবের উদ্বোধন করেন প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম।
স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ওয়াহেদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন, সহকারী শিক্ষক মো. রবিউল আলম কচি, আক্তারুল ইসলাম রাঙ্গা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় অতিথি বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিনোদনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে তাদের মেধার বিকাশ ঘটবে। বাঙালি জাতীয়তাবোধের সংস্কৃতি তাদের হৃদয়ে লালন-ধারণ করতে বসন্ত উৎসবের মতো বিনোদনমূলক অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে।
শিক্ষার্থীরা বসন্তে নব সাজে, হলুদ বর্ণের শাড়ি ও মাথায় নানান রঙের ফুলের সমাহারে নাচ-গানে বাঙালির সংস্কৃতিকে তুলে ধরে বিনোদনমূলক অনুষ্ঠান ‘বসন্ত এসে গেছে’ পালন করেন।
শিক্ষার্থীদের নিয়ে আনন্দমুখর পরিবেশে এবং বাঙালির সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে বিনোদনমূলক এ অনুষ্ঠান সম্পন্ন হয়।