দুই আন্দোলনকারী শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেনা

নিজস্ব প্রতিবেদক |

আদালত থেকে আদেশ দেয়ার পরও দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেনা।  আগামীকাল শুক্রবার (২১ সেপ্টেম্বর) ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষা এই দুই শিক্ষার্থীর দেওয়ার কথা ছিল। দুই শিক্ষার্থীর নাম নাইমুল হাসান ইরফান ও রফিকউল্লাহ।

বাকলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় ওই দুজনকে গত (১৮ সেপ্টেম্বর) গ্রেফতার করা হয়। দুজনই এখন চট্টগ্রাম কারাগারে আছেন।

নাইমুল ও রফিকের আইনজীবী শামসুল আলম বলেন, দুই শিক্ষার্থী নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত ছিলেন। চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিমের আদালতে জামিন ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার আবেদন করেছিলেন ১৯ সেপ্টেম্বর। আদালত বিধি মোতাবেক ওই দুই ছাত্রের পরীক্ষা নেওয়ার আদেশ দেন।

চট্টগ্রাম জেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য, ডিন, প্রক্টর, পরীক্ষা আহ্বায়ক, জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে আদালতের আদেশের বিষয়টি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ঢাকা বিভাগ) তৌহিদুল ইসলাম বলেন, আদালতের আদেশ থাকলে বন্দী কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন কি না তা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চট্টগ্রাম থেকে ঢাকার কেরানীগঞ্জে পাঠাবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কারাগারে গিয়ে পরীক্ষা নেবেন।

চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার মনির হোসাইন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি। পরীক্ষায় অংশগ্রহণের ব্যাপারে যে আইন সেটিও খুব স্পষ্ট নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ভর্তি পরীক্ষা দিতে যারা কেন্দ্রে আসবে কেবল তাদেরই পরীক্ষা নেওয়া হবে। আদালতের আদেশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, কারা কর্তৃপক্ষ যদি বিশেষ ব্যবস্থাপনায় তাদের নিয়ে আসে, তাহলে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেবে।


পাঠকের মন্তব্য দেখুন
সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান - dainik shiksha সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! - dainik shiksha শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা - dainik shiksha লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক কেনো বদলি চান - dainik shiksha শিক্ষক কেনো বদলি চান ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে - dainik shiksha ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে please click here to view dainikshiksha website Execution time: 0.004601001739502