ঝালকাঠিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের তৃতীয় দিনে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে আহত ১৪ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে জেলা সদরের নুরুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ৬ জনকে আটক করেছে।
আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন, মো. রাজু (২০), মো. সাজু হাওলাদার (৪৫), সেলিম গোমস্তা (১৮), লাল চান হাওলাদার (১৪) ও কুদ্দুস হাওলাদার (৩০), জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম (৩০), মো. সোহাগ (৩০), এনামুল হক (৩০), জাহিদুল ইসলাম (৩২), মো. আল-আমিন (২৮), মো. শফিকুল হাওলাদার (৩০), মো. হানিফ খান (৫৫), মো. হাচান খান (২৭), শহিদুল হাওলাদার (৩৫)।
ঝালকাঠি সদর থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার দৈনিক শিক্ষাডটকমকে জানান, প্রায় দুইমাস আগে জেলা সদরের পোনাবালিয়া ইউনিয়নের মহোদীপুর ও নুরুল্লাপুর গ্রামের দুই দল তরুণ-যুবকদের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে কথা কাটাকাটি হয়। তার জের ধরে সোমবার দুপুরে এনাম গ্রুপ ও রাকিব গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বাঁধে। এতে লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের কমপক্ষে ১৪ জন আহত হয়। আহতদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে গুরুতর আহত ৫ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে গেছে।
তিনি আরো জানান, পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে উভয়পক্ষের ৬ জনকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।