নিখোঁজ ফরিদের বাব আবুল হোসেনের করা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ফরিদ ওই ইউনিয়নের সতিঝির গাওয়ের একটি হাফিজিয়া মাদরাসায় পড়ত। ৬ জুলাই ফরিদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। স্থানীয়ভাবে বিভিন্ন স্থান ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি।
মৌলভীবাজারের কমলগঞ্জে মাদরাসা এক ছাত্র প্রায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছে।
১৭ বছর বয়সী হাসান আহমদ ফরিদ শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী ঈদগাহ টিলা গ্রামের বাসিন্দা। সে গত ৬ জুলাই থেকে নিখোঁজ রয়েছে।
গত ১৩ জুলাই কমলগঞ্জ থানায় ফরিদের বাব আবুল হোসেনের করা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ফরিদ ওই ইউনিয়নের সতিঝির গাওয়ের একটি হাফিজিয়া মাদরাসায় পড়ত। ৬ জুলাই ফরিদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। স্থানীয়ভাবে বিভিন্ন স্থান ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি।
ফরিদের দিন মজুর বাবা আবুল হোসেন নিউজবাংলাকে বলেন, ‘ছেলেকে হারিয়ে তার মা এখন পাগলপ্রায়। ছেলে কোথায় আছে, কেমন আছে, নাকি বেঁচে নেই বুঝতে পারছি না।’
আবুল হোসেন জানান, তার ছেলে খুবই সহজ-সরল। কোনো চক্র তাকে ধরে নিয়ে গেল কি না, তা নিয়ে সন্দেহ করছেন তারা।