দৈনিকশিক্ষাডটকম, জলঢাকা (নীলফামারী) : তথ্য গোপন করে দুই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেলিনা বেগম নামে এক শিক্ষিকা। নিয়মিত উপস্থিতি দেখিয়ে দুই প্রতিষ্ঠান থেকেই বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করেন তিনি। নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা শহীদ স্মৃতি কলেজের শিক্ষিকা সেলিনা বেগমের এ কাণ্ড নিয়ে গত ১৫ নভেম্বর দৈনিক শিক্ষাডটকমে ‘দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতন তোলেন শিক্ষিকা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এবার অভিযোগটি তদন্ত শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অভিযোগ তদন্তে ইতোমধ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আছেন, নীলফামারী সরকারি কলেজ অধ্যক্ষ এবং তার মনোনীত একই কলেজের শিক্ষা ক্যাডারভুক্ত দুইজন শিক্ষক। ১৪ কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে। গত মঙ্গলবার এ তদন্ত কমিটি গঠন করে অধিদপ্তর।
আরো পড়ুন : দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতন তোলেন শিক্ষিকা
তদন্তের দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, অতিদ্রুত তদন্ত কাজ শুরু করা হবে।
জানা গেছে, গোলনা শহীদ স্মৃতি কলেজে ২০০৪ খ্রিষ্টাব্দে যুক্তিবিদ্যা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন সেলিনা বেগম। পরে ২০২২ খ্রিষ্টাব্দের ৬ জুলাই কলেজটি এমপিওভুক্ত হয়। ২০২৩ খ্রিষ্টাব্দের জুন মাস থেকে নিয়মিত বেতন ভাতা চালু হয়। অপর দিকে ২০০৮ খ্রিষ্টাব্দে বিয়াম ফাউন্ডেশন পরিচালিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের জলঢাকা শাখায় শিক্ষক হিসেবে যোগদান করেন সেলিনা বেগম। গতবছরের নভেম্বর পর্যন্ত বিয়াম ল্যাবরেটরি স্কুলে মাসিক ১০ হাজার টাকা বেতনে শিক্ষিকতা করেছেন তিনি। এমপিওভুক্ত শিক্ষক হওয়ার পরও তথ্য গোপন করে দুই শিক্ষা প্রতিষ্ঠানের হাজিরা খাতায় নিয়মিত উপস্থিতি দেখিয়ে দুই প্রতিষ্ঠান থেকেই বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করেন তিনি।
যদিও অভিযুক্ত শিক্ষিকা সেলিনা বেগমের দাবি, তিনি বিয়াম ল্যাবরেটরি স্কুলের চাকরি ছেড়ে দিয়েছেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।