রাজশাহী ও বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অবসরে যাচ্ছেন। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম আগামী ৩০ অক্টোবর ও বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্বাস উদ্দিন খান আগামী ২ নভেম্বর শেষ কর্মদিবস পালন করবেন। শুক্রবার বিকেলে দুই বোর্ড সূত্র দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে অবসরে যাওয়া সুবিধার্থে ইতোমধ্যে এ দুই শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের প্রেষণ প্রত্যাহার করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের প্রেষণ প্রত্যাহর করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
ওই প্রজ্ঞাপনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্ক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ কুরবাতুল আয়েন সফদার ও জামালপুরের মাদারগঞ্জ আফতাব হুদা জ্জোহা সরকারি কলেহের অধ্যক্ষ ড. মো. আবদুল বাতেনকেও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন দেয়া হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে নাচাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।