দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: যৌন হয়রানিতে অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানকে বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য নিয়োগ দেওয়ার পর রাতেই আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে তা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের নিয়োগ আদেশ স্থগিত করা হলো।
এর আগে বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুরে আগামী ৪ বছরের জন্য এই অধ্যাপককে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
তবে, অপরাপর সূত্র দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছে যে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ছিলো।
ঢাবি প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২০২০ খ্রিষ্টাব্দের নভেম্বরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে ড. মিজানের বিভিন্ন অনিয়ম নিয়ে নিটারের ৩৭ জন শিক্ষক লিখিত অভিযোগ দেন। এর মধ্যে যৌন হয়রানির শিকার নারীরদের মধ্যে দুইজন লিখিতভাবে এ বিষয়ে বিস্তারিত জানান।
লিখিত অভিযোগে একজন অভিযোগকারী বলেন, ‘গবেষণা করলে পদোন্নতি হবে একথা বলে বার বার রুমে ডাকতেন। একাধিকবার ওনাকে এড়িয়ে যাওয়ার যথাসাধ্য চেষ্টার পরও তিনি বারবার আমাকে গবেষণার নামে তার রুমে বসিয়ে রাখতেন ও আমার শারীরিক গঠন নিয়ে মন্তব্য করতেন। এ কারণে আমি মানসিকভাবে বিপর্যস্ত হই। এছাড়া মিটিংয়ে একাধিকবার সহকর্মীর সামনে আমাকে গালিমন্দ করেছেন। ’