দুপুর হলেই বন্ধ হয়ে যায় সরকারি স্কুল

দৈনিকশিক্ষা ডেস্ক |

শতভাগ এ-প্লাসের নিশ্চয়তার অঙ্গীকারে যখন বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলগুলো শিক্ষার্থীর খোঁজে বাড়ি বাড়ি ঘুরছে ঠিক তখনই গাইবান্ধার সাঘাটা উপজেলার বেশ কিছু সরকারি স্কুল সময়ের আগেই বন্ধ রেখে শিক্ষকরা নিজের ইচ্ছায় ফাঁকি দিচ্ছেন। ৫ ঘণ্টায় ৬ জন শিক্ষক মিলে একটি বা দুটি বিষয়ে পাঠদান দিয়ে দুপুর হলেই স্কুল বন্ধ করে বাড়ি ফিরছেন তারা। ফলে সরকারি স্কুলের প্রতি মানুষের আগ্রহ হাড়াচ্ছে এবং দিন দিন তারা বেসরকারি প্রাইভেট স্কুলের দিকে ঝুকছেন। রোববার (৫ জানুয়ারি) মানবজমিন পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটি লিখেছেন সোলায়মান আলী।

প্রতিবেদনে আরও জানা যায়, শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে সরেজমিনে দেখা যায়, গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের সন্যাসদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক নেই। অফিস সহকারী অফিস কক্ষে বসে কম্পিউটার চালাচ্ছেন। স্কুলের প্রধান শিক্ষকসহ ৬ জন উপস্থিত থাকলেও তাদের চেয়ারগুলো ছিল ফাঁকা। স্কুল থেকে একটু দূরে পদুমশহর ইউনিয়নের বাবুর বাজারে পাশ দিয়ে এই স্কুলের কিছু ছাত্র-ছাত্রী বাড়ি ফিরছে।  শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাইলে  তারা জানান, শিক্ষকরা ক্লাস নেয় না। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ২টি বিষয়ে পাঠদান দেয়া হয়েছে বাকি সময় খেলাধুলা করেই শেষ। শিক্ষকরা ছুটি দিয়ে বাড়ি গেছেন।

পঞ্চম শ্রেণির এক ছাত্রীর অভিভাবক মিজানুর রহমান জানান, পহেলা জানুয়ারি বই দেয়া হলেও ক্লাস নেয়ার বিষয়ে স্যারদের আগ্রহ নেই। সময় মতোই স্কুলে আসলেও কিন্তু ইচ্ছা মতো চলে যায়। তাই এই স্কুলের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। শিশুরা বছরের শুরুতেই নতুন বই পেয়ে লেখাপড়ার আগ্রহী হলেও শিক্ষকদের অবহেলার কারণে মনোযোগ হারাচ্ছে।

আরেক অভিভাবক আব্দুস ছাত্তার জানান, বছরের প্রথম দিনেই নতুন বই দিচ্ছেন সরকার। কিন্তু শিক্ষকরা যদি বছরের শুরু থেকেই পাঠদানের ব্যবস্থা করতো তাহলে বেসরকারি প্রাইভেট স্কুলগুলোর চেয়েও সরকারি স্কুলগুলোর লেখাপাড়ার মান ভালো হতো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী বেগম জানান, স্কুল বন্ধ থাকার কথা না। আমি বিষয়টি খোঁজ নিচ্ছি।

এ বিষয়ে সাঘাটা উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করা হবে।


পাঠকের মন্তব্য দেখুন
কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে - dainik shiksha কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে বিলেত সফরে শিক্ষামন্ত্রী - dainik shiksha বিলেত সফরে শিক্ষামন্ত্রী ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা - dainik shiksha ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন - dainik shiksha সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল - dainik shiksha ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে - dainik shiksha নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.010066032409668