দুর্গাসাগর দীঘির নির্মাণাধীন গেট ধ্বসে দুইজন আহত

বরিশাল প্রতিনিধি |

বরিশাল জেলার ঐতিহ্যবাহী দর্শনীয়স্থান বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার দুর্গাসাগর দীঘিতে প্রবেশের নির্মানাধীন গেটের ছাদের অংশ ধ্বসে দুইজন নির্মাণ শ্রমিক আহত হয়েছে। তাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করছে জেলা প্রশাসন। 

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা দৈনিক শিক্ষাডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুর্গাসাগর দীঘির পশ্চিম প্রান্তে নির্মাণাধীন প্রবেশ গেটের টপ ছাদের অংশে ঢালাইয়ের কাজ চলছিলো। বেলা ১১ টার দিকে আকস্মিক গেটের একাংশের ছাদ ধ্বসে পরে। এতে দুইজন শ্রমিক আহত হয় এবং বাকিরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহত দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠান ঝালকাঠির মেসার্স খান বিল্ডার্সের কোন কর্মকর্তাকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। এমনকি উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও খোঁজ করে তাদের ঘটনাস্থলে পায়নি।

শ্রমিকরা দৈনিক শিক্ষাডটকমকে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢালাই কাজ চলাকালে এখানে ছিলেন। কিন্তু ছাদ ধ্বসের পর তাদের আর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর গণপূর্ত বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আসলেও তারা অল্পসময়ের মধ্যে স্থান ত্যাগ করে চলে যান।

স্থানীয় বাসিন্দা মাসুম হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, দায়সারাভাবে কাজ করায় এমন ঘটনা ঘটেছে। অল্পের জন্য বড় ধরনের হতাহতর হাত থেকে রক্ষা পেয়েছে শ্রমিকরা। তিনি আরও বলেন, নির্মাণকাজে ত্রুটি ছিলো বলেই এমন ঘটনা ঘটেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মো. রফিকুল ইসলামকে প্রধান করে বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস ও গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের এসডিকে সদস্য  করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করে গণপূর্ত প্রকৌশল অধিদপ্তর বরিশালের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, গেটটা অনেক উঁচুতে। উল্টা পাল্টা ঢালাই দেয়ার কারণে এ ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। ২২ ফুট উঁচু গেটটি নির্মাণে কোনধরনের ত্রুটি রয়েছে কিনা সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।


পাঠকের মন্তব্য দেখুন
শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল - dainik shiksha ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0028650760650635