রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা কার্যালয়ের উপপরিচালক শফিকুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অপসারণ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে রংপুর বিভাগের আট জেলার ১৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওবঞ্চিত পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।
এমপিওবঞ্চিত শিক্ষক-কর্মচারী ফেডারেশন রংপুর বিভাগীয় প্রধান সমন্বয়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন নীলফামারী জেলা সমন্বয়ক মোবাশ্বের রাসেদীন, লালমনিরহাটের মোশারফ হোসেন, রংপুরের কৃষ্ণরঞ্জন, কুড়িগ্রামের মাইদুল ইসলাম, গাইবান্ধার আইয়ুব আলী মণ্ডল, পঞ্চগড়ের সর্দার নাসির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, দুই বছর আগে প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক শফিকুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি আটকে রেখেছেন। যারা মোটা অঙ্কের ঘুষ দিচ্ছে, তাদের এমপিওভুক্তি করছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দুর্নীতিগ্রস্ত উপপরিচালককে প্রত্যাহার করা না হলে কার্যালয় ঘেরাওসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তারা। পরে জেলা প্রশাসকের কাছে উপপরিচালকের অপসারণ চেয়ে স্মারকলিপি দেন।
এ বিষয়ে কথা বলতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক শফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়।