জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তদের দায়ের কোপে বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে মো. মহিউদ্দিন নামে এক শিক্ষকের। বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার রামুর কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে ব্যবসায়ী সমিতির সভাপতি এরশাদ উল্লাহর দোকানে এ ঘটনা ঘটে।
মহিউদ্দিন কচ্ছপিয়ার বালুবাসা গ্রামের মো. মোসলেমের ছেলে ও নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এস ই এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ব্যবসায়ী এরশাদ উল্লাহ জানান, শিক্ষক মহিউদ্দিন দোকানে পানির ট্যাংক কেনার ব্যাপারে আলাপ করছিলেন। হঠাৎ বালুবাসা গ্রামের শামশুল আলমের ছেলে মো. মাহবুব দা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। মাহবুব কুপিয়ে শিক্ষক মহিউদ্দিনকে মারাত্মক আহত করে। এরপর দা দিয়ে তাঁর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে। রক্তাক্ত মহিউদ্দিনকে প্রথমে কক্সবাজার সদর হাতপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে। বর্তমানে মহিউদ্দিনকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত শিক্ষকের চাচাতো ভাই নজিবুল আলম বাহাদুর জানান, মাহবুবের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে মহিউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে মাহবুব এ হামলা চালিয়েছে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পরিদর্শক মাসুদ রানা জানান, জমি নিয়ে পূর্বশত্রুতা থেকে এই হামলা হয়েছে বলে শুনেছি। এখনও মামলা হয়নি। পুলিশ অভিযুক্তকে আটকে ব্যবস্থা নিচ্ছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।