বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দুর্যোগের ক্ষতিতে স্কুলগুলোতে পাঠদান ব্যাহত হলে স্কুলের তথ্যসহ ক্ষতির পরিমাণ, স্থানীয় পর্যায়ে নেয়া ব্যবস্থা ও অধিদপ্তর থেকে কি সহযোগিতা প্রয়োজন তা নির্ধারিত ছকে লিপিবদ্ধ করে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের। একইসঙ্গে নদীভাঙনে বিলীন হওয়া স্কুলের বিস্তারিত তথ্যও অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। সম্প্রতি অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে জারি করা আদেশ সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
গত ৬ জুন অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বলা হয়, বন্যা, ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে ও পাঠদান ব্যাহত হয়ে থাকলে উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে একটি প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঠানো প্রয়োজন। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের তালিকা তথ্য ছক পূরণ করে ইমেইলে ([email protected] ও [email protected]) পাঠানোর জন্য বলা হলো।
এছাড়া নদী ভাঙনের ফলে কোনো স্কুল বিলুপ্ত হলে বা সম্ভাবনা থাকলে তার বিস্তারিত তথ্যও অধিদপ্তরে পাঠানোর জন্যও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে আদেশে।
জানা গেছে, নির্ধারিত ছকে জেলা, উপজেলা, স্কুলের নাম, কোড, ক্ষয়ক্ষতির বিবরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় পর্যায়ে গৃহিত ব্যবস্থা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কি সাহায্য প্রয়োজন তা প্রাক্কলনসহ লিপিবদ্ধ করে ইমেইলে তথ্য অধিদপ্তরের পাঠাতে হবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।