দেশবিরোধী নানা ষড়যন্ত্র মোকাবিলায় নারীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘দেশ এগিয়ে গেলেও একটি মহল ষড়যন্ত্র করছে। গত কয়েকদিনের বিভিন্ন দুর্ঘটনা আসলে নাশকতা কি-না, তা খতিয়ে দেখতে হবে।
বিএনপি-জামায়াত আবারও নাশকতা শুরু করেছে। এর বিরুদ্ধে নারীদের সজাগ থাকতে হবে।’
বুধবার (৮ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন চত্বরে যুব মহিলা লীগের মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
নারী দিবসের এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ রাজনৈতিক বিভিন্ন ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান জানানো হয়।
পরে তার বক্তব্যে সরকার নারীবান্ধব কর্মসূচি নেয়ার ফলেই আজ নারীদের সাফল্য এসেছে বলে দাবি করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশে যেভাবে নারীর অগ্রগতি হয়েছে সেভাবে গত এক দশকে বিশ্বের কোনো দেশে হয়নি। নারীর ক্ষমতায়নে এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ। উপমহাদেশে প্রথম ও বিশ্বে পঞ্চম।’
এ সময় দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নারীরা সফল বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আজ দেশের নারীরা বিচার বিভাগ থেকে শুরু করে সর্বত্র বিরাজমান। সবক্ষেত্রেই নারীরা এগিয়ে যাচ্ছে।’