দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান।
বৃহস্পতিবার বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনায় সিভাসু উপাচার্য এ মন্তব্য করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশের বিস্ময়কর অগ্রগতি সাধিত হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেল। উদ্বোধনের অপেক্ষায় আছে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান পলাশ ফুলের চারা রোপণ করেন। পরে উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।