দেশে বসবাসকারী বিদেশিদের সংখ্যা প্রায় ২৮ হাজার

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

দৈনিকশিক্ষা প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা জানা গেলেও দেশে বসবাসকারী বিদেশিদের কোনো সঠিক তথ্য ছিল না। এ কারণে একেক সংস্থা একেকভাবে বিদেশিদের সংখ্যা প্রকাশ করত, যা নিয়ে বিভিন্ন সময় তৈরি হয় বিভ্রান্তি। তবে সেই বিভ্রান্তি দূর করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস। প্রথমবারের মতো বাংলাদেশে বসবাসকারী বিদেশিদের সংখ্যা প্রকাশ করেছে রাষ্ট্রীয় এই সংস্থা।

বিবিএসের তথ্য বলছে, দেশে ২৭ হাজার ৮৪২ জন বিদেশি বসবাস করেন। এর মধ্যে পুরুষ ২১ হাজার ২০৮ ও নারী ৬ হাজার ৬৩৪ জন। বিদেশিদের অবস্থান সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ও কম ময়মনসিংহ বিভাগে।

জনশুমারি ও গৃহগণনা-২০২২ কর্মসূচির চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এর আগে কখনো বিদেশিদের সংখ্যা জরিপ করা হয়নি। গত বছরের ১৫ থেকে ২১ জুন পর্যন্ত ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার তথ্য সংগ্রহ করে বিবিএস।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে মোট বিদেশির ৪০ শতাংশের বসবাস। এর পরেই আছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে ১৬ শতাংশ বিদেশির বসবাস। এ ছাড়া রাজশাহী বিভাগে প্রায় ১৬, বরিশালে ১২, খুলনায় ৭.৭৪ ও রংপুরে ৪.৫০ শতাংশ। সবচেয়ে কম বিদেশি বসবাস করে ময়মনসিংহ বিভাগে। এ বিভাগে মোট বিদেশির ১ শতাংশের বসবাস।

ঢাকা বিভাগে ১১ হাজার ২৫২ জন বিদেশি বসবাস করেন। এর মধ্যে নারী ৩ হাজার ৭১৭ এবং পুরুষ ৭ হাজার ৫৩৫ জন। চট্টগ্রামে ৪ হাজার ৪৯৪, রাজশাহীতে ৪ হাজার ৩৮৪, বরিশালে ৩ হাজার ৩৫৯, খুলনায় ২ হাজার ১৬৬, রংপুরে ১ হাজার ২৫২ জন বসবাস করে। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে কম বিদেশি থাকে ময়মনসিংহ বিভাগে। এ বিভাগে মাত্র ২৭৮ জন বিদেশির বসবাস। এর মধ্যে পুরুষ ১৮৭ এবং ৯১ জন নারী। তবে বাংলাদেশে বিদেশিদের সংখ্যা নিয়ে রয়েছে ভিন্নমত। বিভিন্ন সময় বাংলাদেশে কর্মরত বিদেশিদের সংখ্যা আড়াই লাখের কাছাকাছি বলে উল্লেখ করা হয়; কিন্তু বিবিএস বলছে, শুমারিকালে দেশের অভ্যন্তরীণ বসবাসরত বিদেশিদের সংখ্যা নিরূপণ করা হয়েছে।

জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রকল্পের পরিচালক মো. দিলদার হোসেন বলেন, ২০২২ খ্রিষ্টাব্দে জুন মাসে শুমারির সময় দেশের ভেতরে যাদের পাওয়া গেছে, তাদের তথ্য নিয়ে বাংলাদেশে বসবাসকারী বিদেশিদের সংখ্যা তৈরি করা হয়েছে। শুমারির পরে আরেকবার যাচাই করা হয়েছে। প্রতিবেদনে বিদেশিদের মোট সংখ্যার তথ্য দেওয়া হলেও কোন দেশের কতজন বসবাস করে বা বিদেশিদের অবস্থানের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মো. দিলদার হোসেন বলেন, এবারই প্রথম জনশুমারিতে বিদেশিদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এ কারণে বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে বিদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহে একটি জরিপ শুরু হয়েছে। কাজ শেষে আগামী ৬ মাসের মধ্যে বিদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলেও জানান তিনি।

সর্বশেষ জনশুমারি অনুযায়ী, ২৭ হাজার ৮৪২ জন বিদেশির বিপরীতে বিশ্বের বিভিন্ন দেশে ৫০ লাখ ৫৩ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। অর্থাৎ দেশে বিদেশিদের চেয়ে প্রায় দ্বিগুণ বাংলাদেশি বিদেশে বসবাস করেন।


পাঠকের মন্তব্য দেখুন
চলতি মাসে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে - dainik shiksha চলতি মাসে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে সিইসিসহ পাঁচ কমিশনারের পদত্যাগ - dainik shiksha সিইসিসহ পাঁচ কমিশনারের পদত্যাগ রাষ্ট্রপতি যেকোনো সময় পদত্যাগ করতে পারেন - dainik shiksha রাষ্ট্রপতি যেকোনো সময় পদত্যাগ করতে পারেন বাতিল কারিকুলামে শিক্ষার্থীরা আরও একবছর ভুগবেন কেন? - dainik shiksha বাতিল কারিকুলামে শিক্ষার্থীরা আরও একবছর ভুগবেন কেন? ডিআইএতে টাকার খেলা, অভিযুক্তরাই স্কুল অডিটে - dainik shiksha ডিআইএতে টাকার খেলা, অভিযুক্তরাই স্কুল অডিটে সব শিক্ষাপ্রতিষ্ঠানেই নতুন অ্যাডহক কমিটি হবে - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানেই নতুন অ্যাডহক কমিটি হবে প্রাথমিকে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালুর দাবি - dainik shiksha প্রাথমিকে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালুর দাবি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0025730133056641