দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: বাংলাদেশে বিভিন্ন কর্মক্ষেত্রে কত সংখ্যক বৈধ-অবৈধ শ্রমিক কাজ করেন সেই তালিকা চেয়েছেন উচ্চ আদালত। পুলিশ প্রধানকে এ তালিকা প্রতিবেদন আকারে হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
গত ২০ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সারোয়ার হোসেন এ রিট আবেদনটি করেন। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ।
ব্যারিস্টার সারোয়ার দেশ রূপান্তরকে বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সারা দেশে বিভিন্ন কর্মক্ষেত্রে ১০ লাখের মতো বিদেশি শ্রমিক কাজ করছেন। কিন্তু এদের বড় একটা অংশ অবৈধভাবে এদেশে কাজ করছে। এসব বিদেশি শ্রমিকরা প্রতিবছর দেশ থেকে ১০ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছেন। অথচ আমাদের দেশের ছেলে- মেয়েরা উচ্চতর ডিগ্রি নিয়ে চাকরি পায় না। অনেকে চাকরির খোঁজে বিদেশে যেতে ভুমধ্যসাগরে ডুবে মারা যাচ্ছে। আদালত আমাদের শুনানি নিয়ে এ আদেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে অবৈধভাবে অবস্থান নিয়ে কাজ করা বিদেশিদের বিষয়ে ব্যবস্থা নিতে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শকসহ ৮ জনকে রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।