দৈনিক শিক্ষাডটকম পথ চলায় সাহায্য করবে : পিএসসি চেয়ারম্যান

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

বিগত দিনগুলোর মতো আগামী দিনেও দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তা দেশের শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন। 

গত শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দৈনিক শিক্ষাডটকমের যুগপূর্তির মিলন মেলায় এভাবেই তিনি নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি।

শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও সুধিজনদের নিয়ে দিনব্যাপী এ মিলন মেলা হয়। দেশাত্ববোধক গান ও কবিতা আবৃত্তির ফাঁকে এ মেলায় শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

আরো পড়ুন : দৈনিক শিক্ষাডটকম আরো বেশি কার্যকর ভূমিকার রাখবে : দুদক কমিশনার

বক্তব্যের শুরুতে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, আজ একটি বিশেষ দিন। বিশেষ করে দৈনিক শিক্ষা ডটকম এবং দৈনিক আমাদের বার্তার সম্পাদক মহোদয়সহ সব কর্মীর জন্য। আমরা যারা এই পত্রিকাটি পড়ে উপকৃত হই তাদের সকলের জন্যও। আমি আমার জীবনের অধিকাংশ সময় শিক্ষায় কাটিয়েছি। সেটি প্রাথমিক শিক্ষায় সহকারী সচিব হিসেবে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, মাননীয় সচিবের একান্ত সচিব, বিভিন্ন পদে। প্রায় এক যুগের অধিক। আজকে দৈনিক শিক্ষাডটকমের এক যুগপূর্তি উপলক্ষে আমি সম্পাদক সিদ্দিকুর রহমান খান এবং তার যে টিম তাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। 

আরো পড়ুন : দৈনিক শিক্ষাডটকম এর খবরে আস্থা রাখতে পারি : মহাপরিচালক

পিএসসি চেয়ারম্যান আরো বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ, এটি আমরা সব সময় বলি। নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন যে, সংবাদপত্র আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যায়। আমাদের সচেতন করে। বিভিন্ন পেশায় আমরা থাকি তাদের মনোজগতে, চিন্তা জগতে পরিবর্তন আনে সংবাদপত্র। শিক্ষাক্ষেত্রে আমরা যারা কাজ করি তাদের করণীয় সম্পর্কে এক ধরনের নির্দেশনা প্রদান করে, আমি জানিনা আপনারা সকলে কিভাবে নেন, আমি সব সময় যা করেছি, যখনি যে সংবাদটি এসেছে সেটি আমি মনোযোগ সহকারে পড়ে সেটি অনুসন্ধানের চেষ্টা করেছি। যদি কোনো অভিযোগ হয় এই অভিযোগটি যথার্থ কি-না , যথার্থ হলে আমি ব্যবস্থা নেয়ার চেষ্টা করেছি। সংবাদপত্রকে আমি এখনো বন্ধু মনে করি, আমার চলার পথে আমি যে দৃষ্টিতে যেভাবে কাজ করছি সেটি সঠিক আছে কি-না তা অন্যরা বিচার করবেন এবং সেটার প্রতিফলন হয় সংবাদপত্রের মাধ্যমে। আমি এখনো যেখানে কাজ করি প্রতিটি সংবাদ আমি দেখি, পড়ি এবং পর্যালোচনা করি প্রয়োজনে তদন্ত করি এবং কি করণীয়, কি করা উচিত আমার সেটা নির্ধারণ করি। এই প্রেক্ষাপটে আমি মনে করি যে সংবাদপত্র দেশের উন্নয়নে সঠিক সিদ্ধান্ত গ্রহণে অনেক সহায়তা করে। 

তিনি আরো বলেন, দৈনিক শিক্ষাডটকম শিক্ষার জগতে সবার কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পত্রিকা এবং আমাদের বিভিন্ন তথ্য এখান থেকেই পেয়েছি। আমাদের ছাত্রছাত্রীরা পড়েন, আমাদের শিক্ষকরা পড়েন, আমাদের যারা সরকারি কাজ করেন তারাও পড়েন। দৈনিক শিক্ষাডটকমে আমাদের ভুলভ্রান্তিগুলো এসেছে। অনেক সময় অনেক অভিযোগ, অনেক সময় দুর্নীতির অভিযোগ আসে। এই বিষয়গুলো যদি পত্রিকায় প্রতিফলিত না হতো তাহলে আমার বিশ্বাস আমরা আজকে আমরা যে পর্যায়ে আছি তা আরো খারাপ হতে পারতো। অন্ততপক্ষে পত্রিকার ভূমিকার জন্য বিভিন্ন সেক্টরে অনেক কিছু আমরা ঠেকাই, যে এই খারাপ কাজটি করা যাবে না। এটাই পত্রিকার কাজ। 

সাবেক সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন বলেন, আজকের এই দিনে আশা করবো যে, দৈনিক শিক্ষাডটকম এবং আমাদের বার্তা আগামী দিনেও এই দেশের জন্য শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখবে চমৎকার রিপোর্টিংয়ের মাধ্যমে। অনুসন্ধানী রিপোর্টিংয়ের মাধ্যমে আমাদেরকে পথ চলায় সাহায্য করবে। আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। এবং এই এক যুগ ধরে, আমি যতদিন সরকারি চাকরি করেছি এবং এখনো একটি প্রতিষ্ঠানে কাজ করছি, আমি যে উপকৃত হয়েছি সেজন্য এই পত্রিকার সম্পাদকসহ সবাইকে আমার প্রাণঢালা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 

 


পাঠকের মন্তব্য দেখুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি - dainik shiksha পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর - dainik shiksha এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প - dainik shiksha পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের - dainik shiksha পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0028481483459473