দোষী প্রমাণিত হওয়ার আগে শিক্ষকদের সাময়িক বরখাস্ত না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। সদ্যপ্রয়াত সভাপতি মো. আতিকুর রহমান আতিকের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান এ আহ্বান জানানো হয়।
শনিবার সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন কনফারেন্স রুমে সিনিয়র সহ-সভাপতি আছমা খানমের সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মরহুম আতিকুর রহমান মুক্তিযুদ্ধের পক্ষের একজন সাহসী নেতা। তাঁর মৃত্যুতে জাতি একজন মহাপ্রাণকে হারালো। তিনি তাঁর বিদেহী আত্মার রূহের মাগফেরাত কামনা করেন। তিনি আরো বলেন, দোষী সাব্যস্ত হওয়ার আগে শিক্ষকদের সাময়িক বরখাস্ত না করার আহ্বান জানান।
বক্তরা বলেন, শিক্ষকদের সকল আন্দোলনে মরহুম আতিকুর রহমান বলিষ্ঠ ও সাহসী ভূমিকা রাখেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন বলিষ্ঠ সৈনিক। তাঁর মৃত্যুতে সকলে শোকাহত। মানিকগঞ্জসহ সংগঠনের সকল শাখায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ সভাপতি আছমা খানমকে পরবর্তী কাউন্সিল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালনের ক্ষমতা দেয়া হয়।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক এম এ ছিদ্দিক মিয়া।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মো. আনিসুর রহমান (ঢাকা), মো. গোলাম মোস্তফা (ময়মনসিংহ), মো. হাবিবুর রহমান (কিশোরগঞ্জ), মো. জাকির খান কামাল (নেত্রকোনা), সাহিদা আক্তার (কুমিল্লা), হাসিনা খাতুন (মানিকগঞ্জ), মো. মোস্তাফিজুর রহমান (দৌলতপুর), ইউনুস আলী (মানিকগঞ্জ), বিমান বাইন (গোপালগঞ্জ), শরিফুল ইসলামসহ (কুমিল্লা) অনেকে।