একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনলাইনে ট্রান্সফার সার্টিফিকেট নেয়া (ইটিসি) এবং বোর্ড পরিবর্তনের ছাড়পত্রের আবেদনের সময় ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানা গেছে। গতকাল রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চিঠিটি প্রকাশ করে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মধ্যেমে টিসি এবং বোর্ড পরিবর্তন (বিটিসি) কার্যক্রম আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই দুই কার্যক্রমে ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।
আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা (www.xiclassadmission.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে নির্দেশিকা অনুসরণ করে অনলাইনে টিসি-বিটিসির আবেদন সম্পন্ন করতে পারবেন। অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই।