সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের (ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগ) নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষার সাম্ভাব্য তারিখ জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
তবে, সংশ্লিষ্টরা বলছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি এসএসসি পরীক্ষা শুরু হবে। এর আগে কোনো কারণে যদি দ্বিতীয় ধাপের পরীক্ষা না হয় তাহলে কয়েক মাস পিছিয়ে যেতে পারে।
দ্বিতীয় ধাপে পরীক্ষা দিতে আবেদন করেছেন চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন প্রার্থী।
এদিকে, প্রথম ধাপের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত পরীক্ষা চলতি মাসের ৮ তারিখে অনুষ্ঠিত হয়। এই পর্বে মোট পরীক্ষার্থী ছিলেন তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন। গত ২০ ডিসেম্বর পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার আবেদন ও নিয়োগ পরীক্ষা বিভাগীয়ভাবে নেওয়া হচ্ছে। তিন ধাপের বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষাও হচ্ছে আলাদাভাবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।