বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া বলেছেন, কোটা সংস্কার বিষয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রায় ও দ্রুত প্রজ্ঞাপন জারি দেশে শান্তি প্রতিষ্ঠার এক ঐতিহাসিক পদক্ষেপ। সম্প্রতি তিনি এ কথা বলেন।
উপাচার্য এ ঐতিহাসিক রায়ের প্রতি শ্রদ্ধাশীল ভূমিকার জন্য শিক্ষার্থীসহ দেশবাসীকে ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতা ও উন্নয়নবিরোধী শক্তি সৃষ্ট পরিকল্পিত ধ্বংসাত্মক পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলার জন্য তিনি প্রধানমন্ত্রী ও নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তদন্তসাপেক্ষে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। ভবিষ্যতে যে কোনো পরিস্থিতিতে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনকারী ব্যক্তিদের সম্মিলিতভাবে প্রতিহত করার জন্য তিনি দেশপ্রেমিক সব নাগরিকের প্রতি আহ্বান জানান।