ধর্ষণের অভিযোগে শিক্ষক-ছাত্র-ইমাম গ্রেফতার

বরিশাল প্রতিনিধি |

বরিশালে বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণ এবং মুঠোফোনে সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে করা মামলায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের একজন শিক্ষক, একজন ইমাম ও একজন কলেজছাত্র। গতকাল রোববার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ভুক্তভোগী তরুণীর অভিযোগ হবু স্বামীর তিন বন্ধু তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। ওই তরুণী বাদী হয়ে গতকাল রোববার তাদের বিরুদ্ধে মামলা করেন।

গ্রেফতার তিন যুবক হলেন বরিশাল নগরের জামিয়া কাসিমিয়া মাদরাসার শিক্ষক আবিদ হাসান ওরফে রাজু, বাবুগঞ্জ উপজেলার বাইতুল মামুর জামে মসজিদের ইমাম আবু সাইম হাওলাদার ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র হৃদয় ফকির।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হোসেন ভূঁইয়া বলেন, আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ বলছে, গ্রেফতার তিন যুবক বর্তমানে ভিন্ন ভিন্ন এলাকার বাসিন্দা হলেও আগে তারা একই বাড়িতে ভাড়া থাকতেন। সেই সূত্রে পরিচয় এবং পরস্পরের সঙ্গে যোগাযোগ করে তারা ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন।

মামলার এজাহারে তরুণী অভিযোগ করেন, পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হওয়ার বিষয়টি হবু স্বামীর বন্ধু আবিদ, সাইম ও হৃদয় জানতেন। চলতি বছরের ২০ আগস্ট রাতে হৃদয় তাকে ফোন করে বলেন, তার হবু স্বামীর সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক আছে। পরে আবিদ ও সাইমও তাকে একই কথা বলেন। হাতেনাতে প্রমাণ পেতে ২৭ আগস্ট তরুণীকে হৃদয়ের বাসায় যেতে বলেন তারা। সেদিন সকালে ওই বাসায় গেলে হৃদয়, আবিদ ও সাইম তাঁকে ধর্ষণ করেন। মুঠোফোনে তার ভিডিও করেন।

তিনি আরও অভিযোগ করেন, ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তিনজন আরও পাঁচবার তাকে ধর্ষণ করেন। একসময় ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তিনজন তার কাছে টাকা দাবি করেন। কিন্তু তরুণী টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ধর্ষণের ভিডিও হবু স্বামীর বাবাকে দেখান। বিষয়টি জানাজানি হলে তিনি থানায় মামলা করেন।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, তরুণীর মামলার পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0029058456420898