ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরান ঢাকায় ব্যাপক সংঘর্ষ

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে পুরান ঢাকার সদরঘাট, রায়সাহেব বাজার, তাঁতীবাজার এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। দফায় দফায় এলাকায় পুলিশ ও ছাত্রলীগের কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। সদরঘাট, বাংলাবাজার, পাটুয়াটুলী, রায়সাহেব বাজার, তাঁতীবাজার ও এর আশেপাশের গলি ও প্রধান সড়কে অবস্থান নেয়।
রোববার (৪ আগস্ট) সকালে এ সংঘর্ষ শুরু হয়। পুরান ঢাকার সদরঘাট, বাংলাবাজার মোড় এলাকায় আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষ শুরু হয়। এ সময় বাংলাবাজার, ইসলামপুর, পাটুয়াটুলি, সদরঘাট এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়। একই সঙ্গে তারা ঢাকার রায়সাহেব বাজার মোড় ও তাঁতীবাজার মোড়ে অবস্থান নেয়। সোয় এগারটার দিকে তারা ঢাকার সিএমএম আদালতের সামনের রাস্তায় পার্ক করা পুলিশের গাড়ি উল্টো তাতে আগুন ধরিয়ে দেয়। বিভিন্ন স্থানে টায়ার দিয়ে আগুন জ্বালায়।


এ সময় একদফার সমর্থনে অর্ধশতাধিক বিএনপিপন্থি আইনজীবী ঝটিকা মিছিল করে। তারা আইনজীবী সমিতির সামনে থেকে ঢাকার সিএমএম আদালতের সামনে বিক্ষোভ করে। তারা মিছিল নিয়ে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন।

শতাধিক পুলিশ সিএমএম আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে এর প্রধান ফটকে তারা দিয়ে দেয়। দুপুর পৌনে ১২টায় তারা রায়সাহেব বাজার পুলিশ বক্স প্রথমে ভাঙচুর ও পরে আগুন ধরিয়ে দেয়া হয়। পুলিশ এ সময় সিএমএম কোর্ট ছেড়ে ঢাকার সিজেএম কোর্টের সামনে প্রধান সড়কে অবস্থান নেয়। এ সময় কয়েকবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে সিএমএম আদালতের গেট খুলে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় আদালতের সামনে পার্ক করা পুলিশের পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়।

পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে। আন্দোলকারীরা দ্রুত ফের প্রধান সড়কে অবস্থান নেন। খবর পেয়ে প্রায় আধাঘন্টা পর শতাধিক আওয়ামী লীগপন্থী আইনজীবী লাঠি মিছিল করে। কিন্তু তার আগেই আন্দোলনকারীরা স্থান ত্যাগ করেন। 
এর আগে সকাল থেকেই দলে দলে আন্দোলনকারীরা পুরান ঢাকার রায়সাহেব বাজার, তাঁতিবাজার মোড়ে জড়ো হতে থাকেন। একই সঙ্গে ছাত্রলীগের কর্মীরাও অবস্থান নেন। তাদের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। 

এদিকে আতঙ্কে তাঁতিবাজার, ইসলামপুরসহ আশেপাশের এলাকাগুলোতে সব দোকানপাট বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। এসব এলাকায় বন্ধ রয়েছে যানবাহন। পুরান ঢাকায়  দু-একটা রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলতে দেখা যায়নি। পুরান ঢাকার অন্যতম ব্যস্ততম বাংলাবাজার মোড়ও অনেকটাই ফাঁকা। নেই অন্যান্য দিনের মতো যানজটের চিত্র। তবে সংঘর্ষে চারদিকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও তারা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন। তাদের উত্তেজিত কিংবা মারমুখি ভুমিকায় দেখা যায়নি।


পাঠকের মন্তব্য দেখুন
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর - dainik shiksha এনটিআরসিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় গড়তে ঢাবি শিক্ষক সমাজের দশ প্রস্তাব - dainik shiksha বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় গড়তে ঢাবি শিক্ষক সমাজের দশ প্রস্তাব কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রাথমিকে চাকরিপ্রার্থীদের - dainik shiksha কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রাথমিকে চাকরিপ্রার্থীদের একাদশের রেজিস্ট্রেশন শুরু ১৫ সেপ্টেম্বর - dainik shiksha একাদশের রেজিস্ট্রেশন শুরু ১৫ সেপ্টেম্বর উপবৃত্তি কর্মসূচির প্রশিক্ষণ পাচ্ছেন ৫০০ শিক্ষক - dainik shiksha উপবৃত্তি কর্মসূচির প্রশিক্ষণ পাচ্ছেন ৫০০ শিক্ষক ছাত্রলীগ নেত্রীরাও স্কুল-মাদ্রাসা অডিটের দায়িত্বে - dainik shiksha ছাত্রলীগ নেত্রীরাও স্কুল-মাদ্রাসা অডিটের দায়িত্বে ছয় দফা দাবিতে তেজগাঁওয়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ - dainik shiksha ছয় দফা দাবিতে তেজগাঁওয়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে ঢাবি অধ্যাপকের নতুন প্রস্তাব - dainik shiksha রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে ঢাবি অধ্যাপকের নতুন প্রস্তাব কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রাথমিকে চাকরিপ্রার্থীদের - dainik shiksha কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রাথমিকে চাকরিপ্রার্থীদের সেপ্টেম্বরে লিখিত পরীক্ষার ফল, ভাইভা অক্টোবর - dainik shiksha সেপ্টেম্বরে লিখিত পরীক্ষার ফল, ভাইভা অক্টোবর কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.003303050994873